kalerkantho

ফ্রেমবন্দি...

২৪ আগস্ট, ২০১৭ ০০:০০ফ্রেমবন্দি...

সেলফির যুগে হাতের কাছে পাওয়া কোনো তারকার নিস্তার নেই, ছবি তোলার অনুরোধ তাঁকে রাখতেই হবে। দূরের মানুষেরও তো এ নিয়ে কম আক্ষেপ নেই। তবে ক্রিকেটে তারকাদের কাছে পাওয়ায় সবচেয়ে এগিয়ে নেট বোলাররা। গতকাল যেমন বৃষ্টিতে অস্ট্রেলিয়ার প্রস্তুতি থেমে যাওয়ার পর স্টিভেন স্মিথকে ঘিরে ধরলেন স্থানীয় নেট বোলাররা। অনুমোদনের উচ্ছ্বল হাসিতে সে অনুরোধ মিটিয়েছেনও অস্ট্রেলিয়ার অধিনায়ক।

ছবি : মীর ফরিদ


মন্তব্য