kalerkantho


ফ্লপ অব দ্য ডে

১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ফ্লপ অব দ্য ডে

সর্বশেষ দুটি গ্র্যান্ড স্লামেরই ফাইনালে খেলেছেন ভেনাস উইলিয়ামস। ফ্ল্যাশিং মিডোয় বছরের শেষ গ্র্যান্ড স্লাম খেলতে নামার আগে প্রস্তুতিটা যদিও তাঁর একদম ভালো হয়নি। সিনসিনাটি ওপেনে বিদায় নিয়েছেন দ্বিতীয় রাউন্ড থেকে। অস্ট্রেলিয়ার কোয়ালিফায়ার অ্যাশলেই ব্যার্টির কাছে নবম বাছাই ভেনাস হেরে যান ৬-৩, ২-৬, ৬-২ গেমে।  ইউএস ওপেন শুরুর আগে আর কোনো টুর্নামেন্টে অংশ নেবেন না সাতবারের এই গ্র্যান্ড স্লামজয়ী।মন্তব্য