kalerkantho


নতুন মিশনে চাম্পাকা

১৮ আগস্ট, ২০১৭ ০০:০০নতুন মিশনে চাম্পাকা

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশি পেসারদের ‘নয়নের মণি’ উপমাটাই ভালো যায় তাঁর সঙ্গে! মাশরাফি বিন মর্তুজা থেকে শুরু করে রুবেল হোসেনের এতটাই পছন্দের বোলিং কোচ চাম্পাকা রামানায়েকে। গতকাল শ্রীলঙ্কার সাবেক এ পেসার আবার যুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে। পদ—হাই পারফরম্যান্সের বোলিং কোচ। তবে হাত বাড়ালেই চাম্পাকার ‘আশ্রয়’ পাবেন মাশরাফিরা।

২০০৮ সালে তাঁর বাংলাদেশে আগমন ঘটেছিল বিসিবি একাডেমির বোলিং কোচ হিসেবে। পদোন্নতির পর যুক্ত হয়েছিলেন জাতীয় দলের সঙ্গে। মাঝে বিরতির পর চাম্পাকা রামানায়েকে আবার দুই বছরের মেয়াদে বাংলাদেশে মূলত জাতীয় দলের পেসারদের অনুরোধেই। তবে নিজের কাজের পরিধি জানেন চাম্পাকা, “হাই পারফরম্যান্সের উঠতি ক্রিকেটারদের সঙ্গেই কাজ করব। এ ছাড়া জাতীয় কিংবা ‘এ’ দল থেকে বাদ পড়ারা আমার ক্যাম্পে থাকবে।” গতকালই যেমন চাম্পাকাকে একটা দায়িত্ব দিয়েছেন জাতীয় দলের হেড কোচ চন্দিকা হাতুরাসিংহে। অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডে যেসব পেস বোলারের জায়গা হবে না, তাঁদের নিয়ে কাজ করবেন চাম্পাকা। লক্ষ্য, দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য তাঁদের তৈরি রাখা।

এ মেয়াদে কাজ করাটা অপেক্ষাকৃত সহজ হবে বলেই মনে করছেন চাম্পাকা কারণ, ‘এখনকার খেলোয়াড়রা বেশ অভিজ্ঞ। ২০১০ সালে যাদের দেখে গিয়েছিলাম, তাদের অনেকেই খেলছে। এটা ভালো লক্ষণ যে সিনিয়রদের সঙ্গে জুনিয়ররাও আছে। দলও ভালো করছে এ কারণেই।’

এদিকে চাম্পাকা রামানায়েকের নিয়োগে ওয়ালশের অবস্থান নববড়ে হয়ে যাওয়া নিয়ে একটা গুঞ্জন আছে। অবশ্য প্রবল শ্রদ্ধাবোধ থেকে ক্যারিবীয় কিংবদন্তির সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকার কথাই জানিয়েছেন চাম্পাকা, ‘তিনি একজন জিনিয়াস। খেলোয়াড়ি জীবনেও তাঁকে দেখেছি। অসাধারণ একজন মানুষ। সত্যি বলতে কী, উনার সঙ্গে কাজ করার জন্য উদগ্রীব হয়ে আছি।’


মন্তব্য