kalerkantho


ম্যানইউর জার্সিতে বোল্ট!

১৭ আগস্ট, ২০১৭ ০০:০০ম্যানইউর জার্সিতে বোল্ট!

উসাইন বোল্ট যে ম্যানচেস্টার ইউনাইটেড ভক্ত, সে তো প্রায় সবারই জানা! ওল্ড ট্র্যাফোর্ড ঘুরে গিয়েছেন তিনবারের এই অলিম্পিক সোনাজয়ী, তাঁকে দেওয়া হয়েছে পিঠে রেকর্ডের টাইমিং লেখা ম্যানইউর জার্সি। লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই জ্যামাইকানের দৌড়বিদ জীবনের শেষ অধ্যায়টা ছিল হতাশায় মোড়া। সেই দুঃখ ভুলিয়ে দিতেই বোল্টের জন্য নতুন উপলক্ষ সামনে এনেছে ম্যানইউ কর্তৃপক্ষ। ২ সেপ্টেম্বর, ম্যানচেস্টার ইউনাইটেড ফাউন্ডেশনের উদ্যোগে একটা প্রীতি ম্যাচ হবে ম্যানইউর কিংবদন্তি ও বার্সেলোনার কিংবদন্তিদের মধ্যে, ফিট হয়ে উঠতে পারলে সেই ম্যাচে খেলবেন বোল্ট।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে, ৪ গুণিতক ১০০ মিটার দৌড় দিয়েই ইতি টানার পরিকল্পনা করেছিলেন বোল্ট। কিন্তু নিয়তির খেলা যে অন্য রকম! একটা সময় বিশ্বের দ্রুততম মানব (অলিম্পিক সোনা ও বিশ্বরেকর্ড অবশ্য এখনো তাঁর) বোল্ট তাঁর দৌড়ই শেষ করতে পারেননি। চোটের কারণে ট্র্যাক থেকে ছিটকে যাওয়া বোল্টের শেষ অধ্যায়টা তাই ভুলে যাওয়ার মতো। এ জন্যই বোধ হয় বান্ধবী কেনিকে নিয়ে টানা তিন পার্টি করে সেটা ভুলে যাওয়ার চেষ্টায় ব্যস্ত ছিলেন এই জ্যামাইকান! এমন সময়েই ম্যানইউ কর্তৃপক্ষের কাছ থেকে প্রস্তাবটা পেয়েছেন বোল্ট। যদি হ্যামস্ট্রিং চোট থেকে সেরে উঠতে পারেন ২ সেপ্টেম্বরের আগে, তাহলেই তাঁর খেলা হবে রায়ান গিগস, পল স্কোলসের সতীর্থ হয়ে। বোল্টের কাছের একটি সূত্র জানিয়েছে, সেরে উঠতে মরিয়া বোল্ট, ‘এটা তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। সে এই ম্যাচটা খেলতে মরিয়া, তাই সে চাইছে দ্রুত সেরে উঠতে।’ ওল্ড ট্র্যাফোর্ডে হতে যাওয়া এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে ম্যানইউ ফাউন্ডেশনের মাধ্যমে। গোল


মন্তব্য