kalerkantho


ইংল্যান্ডের প্রথম দিন-রাতের টেস্ট

১৭ আগস্ট, ২০১৭ ০০:০০ ইংল্যান্ডের প্রথম দিন-রাতের টেস্ট

গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ। এ তালিকায় আজ যোগ হচ্ছে ইংল্যান্ডের নাম। এজবাস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথমটি দিবারাত্রির। নতুন রোমাঞ্চ উপভোগ করতে বিক্রি হয়ে গেছে এই টেস্টের প্রথম তিন দিনের ৭০ হাজার টিকিট। চতুর্থ দিনের টিকিট বিক্রিতে সাড়া নেই, কারণ সবার ভয়, ম্যাচটা চার দিন পর্যন্ত গড়াবে তো? নিজেদের ছায়া হয়ে পড়া ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডে খেলা সবশেষ ১৭ টেস্টের একটিও জেতেনি।

বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে তারকা ক্রিকেটাররা এখনো দলের বাইরে ওয়েস্ট ইন্ডিজের। তাঁরা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকায় পুরো শক্তির দল নিয়ে আসতে পারেনি ক্যারিবীয়রা। তার পরও আত্মবিশ্বাসী কোচ স্টুয়ার্ট ল, ‘নিজেদের মাটিতে দুই বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে খেলা সিরিজ ড্র করেছিলাম আমরা। এবার ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছে টপ অর্ডারের দুজন। আমাদের বোলাররাও ছন্দে আছে। নিজেদের উজাড় করে খেলতে পারলে ইতিবাচক ফলের আশা করছি আমরা।’ স্টুয়ার্ট ল যা-ই বলুন, বাস্তবতা হচ্ছে ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা নেই ক্যারিবিয়ানদের এই দলের অর্ধেক ক্রিকেটারের। এখানকার স্যাঁতসেঁতে আবহাওয়ায় সুইং সামলানোর ওপর আসলে নির্ভর করছে সিরিজের ভাগ্য। ইংলিশ সুইংগিং কন্ডিশনের পুরো ফায়দা নিতে মুখিয়ে থাকবেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্টের সিরিজ শেষে অস্ট্রেলিয়ায় গুরুত্বপূর্ণ অ্যাশেজ। সেখানে খেলতে হবে গোলাপি বলে দিবারাত্রির টেস্টও। তাই জেসন হোল্ডারদের বিপক্ষে সিরিজটা গুরুত্বপূর্ণ তাদের। প্রোটিয়াদের সঙ্গে ৩-১ ব্যবধানে জিতলেও টপ অর্ডারের ব্যর্থতা ভুগিয়েছে বেশ। একই টেস্টে অভিষেক হয়েছিল তিনজনের! সমাধান না হওয়ায় আজ অভিষেক হচ্ছে উদ্বোধনী ব্যাটসম্যান মার্ক স্টোনম্যানকে। এএফপিমন্তব্য