kalerkantho


বোল্ট-ওটিকে ছাড়িয়ে ফেলিক্স

১৪ আগস্ট, ২০১৭ ০০:০০বোল্ট-ওটিকে ছাড়িয়ে ফেলিক্স

রিলের সোনা জিতে শূন্যে লাফ যুক্তরাষ্ট্রের মেয়েদের। সবচেয়ে উঁচুতে ৩১ বছর বয়সী অ্যালিসন ফেলিক্স। ছবিটা প্রতীকী, কিন্তু কীর্তিতে আসলেই সবাইকে ছাড়িয়ে গেলেন যুক্তরাষ্ট্রের চিরসবুজ তারকা। বিশ্ব চ্যাম্পিয়নশিপে এত দিন সমান ১৪টি করে পদক ছিল উসাইন বোল্ট, মারলিন ওটি আর অ্যালিসন ফেলিক্সের। মেয়েদের ৪ গুণিতক ১০০ মিটারের সোনা জিতে ফেলিক্সের পদক এখন ১৫টি। এর ১০টি সোনা, তিনটি রুপা আর দুটি ব্রোঞ্জ। অংশ নেবেন ৪ গুণিতক ৪০০ মিটার রিলের ফাইনালেও। সেখানে জিতলে ছুঁয়ে ফেলবেন বোল্টের ১১ সোনার রেকর্ড। এতটা ভাবছেন না তিনি নিজেও, ‘রিলেতে জিতে নিজেকে বিশেষ মনে হচ্ছে! আমরা যুক্তরাষ্ট্রকে গর্বিত করতে চেয়েছিলাম, সেটা পেরেছি। এর অর্থ এই নয় যে ৪০০ মিটার রিলের সোনাও জিতে ফেলব।’

যুক্তরাষ্ট্র সোনা জিতেছিল ৪১.৮২ সেকেন্ডে। ইংল্যান্ড রুপা জিতেছে ৪২.১২ সেকেন্ডে। স্প্রিন্টের রাজত্ব হারানো জ্যামাইকার মেয়েরা ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট ছিল ৪২.১৯ সেকেন্ডে। মেয়েদের ১০০ মিটার হার্ডলসের সোনা অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেলি পিয়ারসনের। চোটের জন্য প্রায় তিন বছর ট্র্যাকের বাইরে ছিলেন তিনি। ফেরাটা স্মরণীয়ই করলেন ২০১১ সালের পর বিশ্ব চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সোনা জিতে। এপিমন্তব্য