kalerkantho


কাপ জুভেন্টাসের লিগ মোনাকোর

১৯ মে, ২০১৭ ০০:০০কাপ জুভেন্টাসের লিগ মোনাকোর

জুভেন্টাস ট্রেবলের পথে রাখল প্রথম পদক্ষেপ। লিগে তারা শীর্ষে থাকলেও এখনো বাকি আছে কিছু হিসাব, চ্যাম্পিয়নস লিগের ফাইনাল তো সবশেষে। তবে ইতালিয়ান কাপটি জিতে ট্রেবলের খাতাটা খোলা রাখল জুভেন্টাস। বুধবার রাতের ফাইনালে তারা লািসওকে হারিয়েছে ২-০ গোলে, একইসঙ্গে প্রথমবারের মতো টানা তৃতীয়বার ইতালিয়ান কাপ জয়ের গৌরবও নিজেদের করে নিল ম্যাসিমিলিয়ানো আলেগ্রির শিষ্যরা। ফ্রান্সের লিগ ওয়ানের শিরোপা ঘরে তুলেছে মোনাকো, ১৭ বছর পর। ওদিকে রিয়ালকে সবশেষবার লিগ জেতানো কোচ হোসে মরিনহোর দলের প্রিমিয়ার লিগে করুণ দশা চলছে। টানা দুটি হারের পর এবার সাউদাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্রতে কিছুটা মুখরক্ষা। তবে পয়েন্ট টেবিলে ক্রমশ নামছেই ম্যানচেস্টার ইউনাইটেড, এখন তারা ছয় নম্বরে।

ইতালিয়ান কাপে দানি আলভেস ও বনুচ্চির গোলে ২-০ ব্যবধানে জিতেছে জুভেন্টাস। এরপর বনুচ্চির লক্ষ্যভেদে ২-০ ব্যবধানে ম্যাচটি জিতেছে জুভেন্টাস। লিগ ওয়ানে সেন্ত এতিয়েঁর বিপক্ষে কিলিয়ান এমবাপে ও জার্মেইর গোলে অষ্টমবারের মত লিগ জিতেছে মোনাকো। বিবিসি


মন্তব্য