kalerkantho

টপ অব দ্য ডে

২১ মার্চ, ২০১৭ ০০:০০টপ অব দ্য ডে

গত বছর বাছাই পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল এলিনা ভেসনিনাকে। ওই হতাশা পেছনে ফেলে ইন্ডিয়ানা ওয়েলসে এবার শিরোপা উৎসব করলেন তিনি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে তিনি ২-১ সেটে হারিয়েছেন দুইবারের গ্র্যান্ড স্লামজয়ী সভেতলানা কুজনেতসোভাকে। অল রাশান ফাইনালে প্রথম সেট ৭-৬ জিতে শুরুটা দুর্দান্ত করেন কুজনেতসোভা, কিন্তু ঘুরে দাঁড়িয়ে এরপর টানা দুই সেট ৭-৫, ৬-৪ গেমে জিতে বিজয়ের হাসি হেসেছেন ভেসনিনাই।


মন্তব্য