kalerkantho


পাকিস্তানে রোনালদিনহো!

১৯ মার্চ, ২০১৭ ০০:০০পাকিস্তানে আন্তর্জাতিক খেলাধুলা ফেরাতে এবার অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। অবসরে যাওয়া ফুটবলারদের নিয়ে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট করতে যাচ্ছে তারা। ‘ফাইভ এ সাইড’ বা ‘সেভেন এ সাইড’ সেই আসরে ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহোকেও আমন্ত্রণ জানানো হয়েছে। পাকিস্তানে অবসর লিগ আয়োজনের প্রধান ইশাক শাহ বিষয়টি নিশ্চিত করেছেন। রোনালদিনহোর পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগে খেলা ইংলিশ গোলরক্ষক ডেভিড জেমস ও সাবেক ডাচ ফুটবলার জর্জ বোয়াটেংয়ের এই আসরে অংশ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। লাহোরে পাকিস্তান সুপার লিগ ফাইনালের সফল আয়োজনে দেশে আন্তর্জাতিক খেলাধুলা ফেরার যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটিই কাজে লাগানোর ইচ্ছার কথা জানিয়েছেন ইশাক। উল্লেখ্য, ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তানে আন্তর্জাতিক আসর একরকম বন্ধ। এএফপিমন্তব্য