kalerkantho


সংক্ষিপ্ত স্কোর

ওয়ানডেতেও নেই ম্যাথুজ

১৯ মার্চ, ২০১৭ ০০:০০চোটের জন্য বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা হয়নি অ্যাঞ্জেলো ম্যাথুজের। শ্রীলঙ্কান অধিনায়ক নেই ওয়ানডেতেও। তাঁকে ছাড়াই তিন ম্যাচ সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে লঙ্কান বোর্ড। বাংলাদেশের বিপক্ষে ২৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া সিরিজে নেতৃত্ব দেবেন উপুল থারাঙ্গা। দক্ষিণ আফ্রিকায় ০-৫ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়া সিরিজের দল থেকে বাদ পড়েছেন পাঁচজন। ফিরেছেন কুশল পেরেরা ও থিসারা পেরেরা। ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ছয় মাস পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন ওপেনার দানুশকা গুনাতিলকেও। সেই সিরিজে তাঁর চারটি ইনিংস ৬৪, ১২১*, ৪৪ ও ৫১। একমাত্র স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন লাকশান সান্দাকান। তবে স্পিনটা মন্দ করেন না অলরাউন্ডার আসেলা গুণারত্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, শাচিথ পাথিরানারা। চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি খেললেও ওয়ানডে খেলার মতো ফিট হননি লাসিথ মালিঙ্গা, তাই খেলা হচ্ছে না বাংলাদেশের বিপক্ষে। ক্রিকইনফো

ওয়ানডে দল : উপুল থারাঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, আসেলা গুণারত্নে, দীনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, দানুশকা গুণাতিলকে, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, ভিকুম সঞ্জয়া, থিসারা পেরেরা, শাচিথ পাথিরানা, সেকুগে প্রসন্ন, লাকশান সান্দাকান।মন্তব্য