kalerkantho


ফ্লপ অব দ্য ডে

১৮ মার্চ, ২০১৭ ০০:০০ফ্লপ অব দ্য ডে

বয়সকে বশে এনে দুর্দান্ত খেলে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন ভেনাস উইলিয়ামস। ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে আমেরিকান এ তারকার প্রস্তুতিটা অবশ্য খুব একটা ভালো হচ্ছে না। ইন্ডিয়ান ওয়েলসে তিনি থেমে গেছেন কোয়ার্টার ফাইনালে। শেষ আটের লড়াইয়ে এলিনা ভেসনিনার বিপক্ষে হেরেছেন ২-১ সেটে। হারে শুরু হলেও দ্বিতীয় সেট জিতে ১-১-এ সমতাও ফিরিয়েছিলেন ভেনাস। কিন্তু তৃতীয় সেটে সহজে হারেন ৩-৬ গেমে।মন্তব্য