kalerkantho


বঙ্গবন্ধু গোল্ডকাপ এপ্রিলে

১৭ মার্চ, ২০১৭ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : পিছিয়ে গেল বঙ্গবন্ধু গোল্ডকাপ। এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সূচি ছিল মার্চে, বাফুফের কালকের সভায় তা পিছিয়ে চলে গেছে এপ্রিলে। সভা শেষে সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী জানিয়েছেন, ‘দলগুলোর সঙ্গে যোগাযোগ চলছে এবং এবার হবে ছয় জাতির টুর্নামেন্ট। এটি হবে এপ্রিলের তৃতীয় সপ্তাহে।’ এ ছাড়া সভায় প্রিমিয়ারের উত্তর বারিধারা ও ফেনী সকার ক্লাবের রেলিগেশন চূড়ান্ত হয়ে গেছে। সমান পয়েন্ট হয়ে যাওয়ায় দল দুটি বাইলজ অনুযায়ী প্লে-অফ না খেলে প্রিমিয়ার লিগে থাকার জন্য আবেদন করেছিল। তাতে সাড়া না দিয়ে বাফুফে বাইলজ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। দল দুটি আগামী মৌসুমে খেলবে চ্যাম্পিয়নশিপ লিগে। এ ছাড়া বসুন্ধরা কিংসের চ্যাম্পিয়নশিপ লিগে খেলার আবেদন বাফুফে অনুমোদন করেছে বলে জানিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান। ১৩ দলের প্রিমিয়ার লিগ এবং চাম্পিয়নশিপ লিগের দলবদল ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে।মন্তব্য