kalerkantho


শততম টেস্টের আগে...

১৪ মার্চ, ২০১৭ ০০:০০শততম টেস্টের আগে...

► আটটি জয় নিয়ে শততম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ৯৯ টেস্টে বাংলাদেশের চেয়ে এক ম্যাচ কম জিতেছিল কেবল নিউজিল্যান্ড। অন্য সব দেশেরই জয় ছিল বাংলাদেশের চেয়ে বেশি।

► বাংলাদেশ জিতেছে তিনটি সিরিজ। শততম টেস্টের আগে কেবল নিউজিল্যান্ডের সিরিজ জয় ছিল বাংলাদেশের চেয়ে কম। ১৯৬৯ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিল কিউইরা।

► ২০১৪ সালে সবচেয়ে বেশি ৩ টেস্ট জিতেছিল বাংলাদেশ। সবচেয়ে খারাপ কেটেছে ২০০৩ সাল। সেই বছর ৯ টেস্টে হারতে হয়েছে সবগুলো।

► অভিষেকের পর ৩৫তম টেস্টে প্রথম জয় পায় বাংলাদেশ। জয়ের জন্য এটা দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। নিউজিল্যান্ড প্রথম জয় পেয়েছিল ৪৪তম টেস্টে।

► বাংলাদেশের স্পিনাররা বিপক্ষের উইকেট নিয়েছে সবচেয়ে বেশি ৫৯.৫৪ শতাংশ। এত বেশি হারে আর কোনো দেশের স্পিনার পাননি টেস্ট উইকেটের দেখা।

► বাংলাদেশের বাঁহাতি স্পিনাররা নিয়েছেন বিপক্ষের উইকেটের ৪০.৯৪ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ১৮.৯২ শতাংশ হারে উইকেট নিয়েছেন ভারতীয় স্পিনাররা।মন্তব্য