kalerkantho


ফ্লপ অব দ্য ডে

১৩ মার্চ, ২০১৭ ০০:০০ফ্লপ অব দ্য ডে

দুবাই ওপেন জিতে এসেছিলেন ইন্ডিয়ান ওয়েলসে। প্রথম রাউন্ডে ‘বাই’ পেয়ে গত পরশু অ্যান্ডি মারে নেমেছিলেন দ্বিতীয় রাউন্ডে। ভাসেক পোসপিজিলের বিপক্ষে র্যাংকিংয়ে শীর্ষে থাকা মারে প্রথম সেটে এগিয়েও যান ৪-২ গেমে। র্যাংকিংয়ে ১২৯ নম্বরে থাকা পোসপিজিল ঘুরে দাঁড়ান সেখান থেকেই। অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৬-৪, ৭-৬ গেমে হারিয়ে দেন মারেকে। পাঁচবারের দেখায় অখ্যাত এই খেলোয়াড়ের কাছে এবারই প্রথম হারলেন মারে।মন্তব্য