kalerkantho


স্মিথের পাশে অস্ট্রেলিয়া

৯ মার্চ, ২০১৭ ০০:০০বিরাট কোহলি ঘুরিয়ে বলেছেন ‘প্রতারক’। ইন্ডিয়ান এক্সপ্রেস সরাসরিই লিখেছে, ‘প্রতারণার সময় ধরা স্মিথ’। রিভিউ নিতে চেয়ে অস্ট্রেলিয়ান অধিনায়কের ড্রেসিংরুমে তাকানো নিয়েই ক্ষোভে ফুঁসছে ভারত। এটা আইনবিরোধী হওয়ায় আইসিসির কাছে স্মিথের শাস্তি চেয়েছেন সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তি। ভিভিএস লক্ষ্মণের মনে হচ্ছে ‘ক্রিকেটের স্পিরিট নষ্ট করছে অস্ট্রেলিয়া’। তবে এমন অভিযোগের পরও স্মিথের পাশেই ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারত সফরে আসা ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড এ অভিযোগকে ‘জঘন্য’ বলে কড়া বার্তাই দিয়েছেন, ‘স্টিভ যেমন অসাধারণ ক্রিকেটার তেমনি ভালো মানুষও। অনেকেই বেড়ে উঠছে ওকে আদর্শ করে। ওর কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, এ ব্যাপারে স্মিথের ওপর শতভাগ আস্থা আছে আমাদের।’

ভারতীয়দের অভিযোগ না মেনে স্মিথের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেহম্যানও, ‘কোহলি ওর ভাবনাটা জানিয়েছে আর আমরা নিজেদেরটা। দিন শেষে বলতে পারি, ঠিক পথেই ক্রিকেটটা খেলছি আমরা। এই দলটা তরুণ, তার পরও যেভাবে খেলছে তাতে ভীষণ সন্তুষ্ট আমি।’ মাঠে ব্যাট-বলের দারুণ লড়াইয়ের মতো মাঠের বাইরের এই বাগযুদ্ধটাও উত্তাপ ছড়াচ্ছে বেশ। সেটা উপভোগ করছেন অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ, ‘কোহলি আর স্মিথের লড়াইটা মনে করাচ্ছে আমার আর সৌরভের সম্পর্কের কথা।’ তাতে বোঝাই যাচ্ছে  রাঁচি টেস্টের আগে পরিস্থিতিটা অগ্নিগর্ভ হবে আরো। পিটিআইমন্তব্য