kalerkantho


জাতীয় ফেন্সিং

৭ মার্চ, ২০১৭ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : জাতীয় ফেন্সিংয়ের দ্বিতীয় দিনে মেয়েদের সেভার এককে সোনা জিতেছেন বাংলাদেশ আনসারের অঞ্জলী গোস্বামী। এই ইভেন্টে রুপা নৌবাহিনীর ফাতেমা আক্তারের এবং যুগ্মভাবে ব্রোঞ্জ জিতেছেন আনসারের ফারজানা ইয়াসমিন ও নৌবাহিনীর কায়ফা বেগম। মিরপুর ইনডোর স্টেডিয়ামে এবারের আসরে নৌবাহিনী ও আনসার ছাড়াও অংশ নিচ্ছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, ঢাকা কমার্স কলেজ, মিরপুর ক্লাব, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা। ছেলে ও মেয়েদের ইভেন্টে পাঁচ দিনের এই আয়োজনে অংশ নিচ্ছে মোট ২০০ ফেন্সার।মন্তব্য