kalerkantho


এনরিকেই বললেন বিদায়

৩ মার্চ, ২০১৭ ০০:০০এনরিকেই বললেন বিদায়

লিগে খোঁড়াচ্ছিল তাঁর দল। চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ত জার্মেইয়ের মাঠে ৪-০ গোলে হারের পর লুইস এনরিকের বরখাস্তের গুঞ্জনও জোরালো হয়। তবে বার্সার খেলোয়াড়রা ছিলেন তাঁর পাশে, ক্লাবও ছিল ইতিবাচক। কিন্তু শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়ার ঘোষণাটা দিয়ে দিয়েছেন এনরিকে নিজেই। পরশু রাতে স্পোর্তিং গিহনকে ৬-১ গোলে হারিয়ে বার্সার পয়েন্ট টেবিলের শীর্ষে ফেরার পর সংবাদ সম্মেলনেই এনরিকে জানিয়ে দিয়েছেন, ‘এটিই আমার শেষ মৌসুম। যে প্রত্যাশা ও একাগ্রতা নিয়ে আমি কাজ করি, তাতে অবসর পাওয়া যায় সামান্যই। এই মুহূর্তে আমার আসলে বিশ্রাম প্রয়োজন।’

পেপ গার্দিওলা যুগের পর জেরার্দো মার্তিনোর হাতে বার্সা একেবারে ছন্নছাড়া হয়ে পড়েছিল। এনরিকে দায়িত্ব নিয়েই ট্রেবল জিতিয়েছেন, পরের মৌসুমেও জিতিয়েছেন ঘরোয়া ডাবল। বার্সার নতুন কোচ হিসেবে সম্ভাব্যদের তালিকায় এখন সেভিয়া কোচ হোর্হে সাম্পাওলি, এভারটন কোচ রোনাল্ড কোম্যান, অ্যাথলেতিক বিলবাওয়ের আর্নেস্টো ভালভার্দেসহ বেশ কয়েকজন। এএফপিমন্তব্য