kalerkantho

টপ অব দ্য ডে

১ মার্চ, ২০১৭ ০০:০০টপ অব দ্য ডে

গত মৌসুমে লিস্টার রূপকথার নায়ক ছিলেন তিনি। সেই জেমি ভার্ডির পায়ে গোল খরাতেই এবার ডুবতে বসেছে দলটি। তবে পরশু রাতে কিং পাওয়ার স্টেডিয়ামে ভার্ডি ফিরলেন পুরনো চেহারায়। তাতে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল বিধ্বস্ত ৩-১ গোলে। ভার্ডির জোড়া গোলে এক ঘণ্টার মধ্যেই লিস্টার এগিয়ে গিয়েছিল ৩-০ ব্যবধানে। এ জয়ে অবনমন অঞ্চল থেকেও বেরিয়ে এসেছে লিস্টার।মন্তব্য