kalerkanthoসংক্ষিপ্ত

ঘানার সঙ্গে ড্র

২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : প্রথম প্রস্তুতি ম্যাচে ২-০ গোলে ঘানার কাছে হারার পর দ্বিতীয় ম্যাচে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো গতকালও স্বরূপে দেখা যায়নি স্বাগতিকদের। পাসিং, রিসিভিং ও দলগত সমন্বয়ের অভাব দেখা গেছে তাদের খেলায়। বরং র্যাংকিংয়ে ছয় ধাপ পেছনে থাকা ঘানাই গোছানো হকি খেলেছে। আগামী ৪ মার্চ থেকে ঢাকায় শুরু ওয়ার্ল্ড হকি লিগ উপলক্ষে ঘানার বিপক্ষে ১ মার্চ তৃতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কিন্তু প্রথম দুটি ম্যাচের পারফরম্যান্সে আশা জাগানিয়া কিছু নেই। বাংলাদেশ কোচ অলিভার কার্টজ পারফরম্যান্স ইতিবাচক দেখছেন, ‘আমার কাছে প্রস্তুতি ম্যাচের অর্থ হচ্ছে, দলের মধ্যেকার সব কিছু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা। এখানে ফলাফলটা মুখ্য নয়। আজকের ম্যাচ নিয়ে আমি খুশি, তবে পুরোপুরি খুশি হতে পারছি না। প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে কিছুটা উন্নতি হয়েছে। এটাই ইতিবাচক দিক।’মন্তব্য