kalerkantho


নায়ারকে ফেরানোর দাবি

২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০টানা ১৯ টেস্ট অপরাজিত ছিল ভারত। এই ১৯ টেস্টের কোনোটিতে পর পর দুই ম্যাচে একই একাদশ খেলাননি অধিনায়ক বিরাট কোহলি! পুনে বিপর্যয়ের পর বেঙ্গালুরু টেস্টের একাদশে যে পরিবর্তন আসছে সেটা অনুমান করতে বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। স্পিনে ভালো সুইপ করতে পারার জন্য করুণ নায়ারের দলে ফেরার সম্ভাবনা প্রবল। গত দুদিনের টিম মিটিংয়ে তাঁকে ফেরানো নিয়ে আলোচনা করেছেন কোচ অনিল কুম্বলে। ভারতীয় সাবেক অধিনায়ক অজিত ওয়াড়েকরও একাদশে দেখতে চান নায়ারকে, ‘ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করে আত্মবিশ্বাসের পারদটা চড়ে আছে নায়ারের। প্রথম টেস্টে স্পিনের বিপক্ষে দলকে যেমন নড়বড়ে দেখিয়েছে তাতে অবশ্যই পরের টেস্টে নায়ারকে খেলানো উচিত। স্পিনের বিপক্ষে ওর টেকনিক ভালো, সুইপও করে দারুণ।’

জয়ন্ত যাদবের বদলে ফিরতে পারেন করুণ নায়ার। ইশান্ত শর্মার বাদ পড়াটাও নিশ্চিত অনেকটা। তাঁর বদলে ফিরতে পারেন ভুবনেশ্বর কুমার কিংবা অলরাউন্ডার হার্দিক পান্ডে। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও মন্দ নয় পান্ডের। ব্যাটিং গভীরতা বাড়াতে তাঁর টেস্ট অভিষেকের পাল্লটাও ভারী। পিটিআইমন্তব্য