kalerkantho


অধিনায়ক ধোনির হার

২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০জাতীয় দলেও নেতৃত্ব ছেড়েছেন, আইপিএলেও পুনে রাইজিং সুপার জায়ান্টস দলের নেতৃত্ব হারিয়েছেন। মহেন্দ্র সিং ধোনি কলকাতায় এসেছিলেন বিজয় হাজারে ট্রফির ম্যাচে ঝাড়খণ্ডের অধিনায়ক হয়ে কর্ণাটকের বিপক্ষে ম্যাচে খেলতে। ইডেনে সেই ম্যাচটিও  কর্ণাটকের কাছে ৫ রানে হেরেছে ধোনির ঝাড়খণ্ড। টসে জিতে বোলিং নিয়েছিলেন ধোনি, আগে ব্যাট করা কর্ণাটকের ২৬৬ রান তাড়ায় ধোনির দল অলআউট ২৬১ রানে। ধোনি করেছেন ৫০ বলে ৪৩ রান। ক্রিকইনফোমন্তব্য