kalerkantho


ফ্লপ অব দ্য ডে

২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ফ্লপ অব দ্য ডে

রূপকথার ছন্দে ছিলেন বিরাট কোহলি। প্রথম ব্যাটসম্যান হিসেবে গড়েছেন টানা চার টেস্ট সিরিজে ডাবল সেঞ্চুরির অনন্য কীর্তি। অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুটা অবশ্য দুঃস্বপ্নের হয়েছে তাঁর। পুনেতে স্টিভ ও’কিফির ঘূর্ণি বলে নাকানি-চুবানি খেয়ে দ্বিতীয় দিনেই ব্যাকফুটে স্বাগতিকরা। শূন্য রানে আউট হয়ে  ব্যর্থতায় সামনের সারিতে ছিলেন ভারত অধিনায়ক। মিচেল স্টার্কের বোলিংয়ে চেতেশ্বর পূজারা আউট হওয়ার এক বল পর ফেরেন কোহলিও।মন্তব্য