kalerkantho


রেকর্ডস

টেলরের কীর্তি

২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতরান না পাওয়ার আক্ষেপও ঘুচল রস টেলরের। নবম ম্যাচে এসে প্রোটিয়াদের বিপক্ষে তিন অঙ্কের স্কোর গড়লেন নিউজিল্যান্ডের এ ব্যাটসম্যান। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে হার না মানা ১০২ রানের ইনিংসে অনন্য এক রেকর্ডও গড়েছেন তিনি। ওয়ানডেতে সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে শতরানের। মাত্র ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এ কীর্তি গড়েন টেলর। ওয়ানডেতে সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে শতরান করা অন্য পাঁচ ব্যাটসম্যান হচ্ছেন রিকি পন্টিং, হার্শেল গিবস, শচীন টেন্ডুলকার, হাশিম আমলা ও বিরাট কোহলি। ক্রাইস্টচার্চের ইনিংসে দেশের হয়ে সবচেয়ে বেশি শতরানের রেকর্ডেও সবাইকে পেছনে ফেলেছেন টেলর। ১৬ সেঞ্চুরি নিয়ে রেকর্ডটা তিনি ভাগাভাগি করছিলেন নাথান অ্যাস্টলের সঙ্গে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত শতরানে অ্যাস্টলকে ছাড়িয়ে দেশের হয়ে ওয়ানডেতে সেঞ্চুরির সংখ্যায় এককভাবে শীর্ষে বসলেন টেলর। তাঁর ১৭ সেঞ্চুরির ৩টি করে এসেছে ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। ২টি করে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত এবং জিম্বাবুয়ের বিপক্ষে। এবং ১টি করে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।মন্তব্য