kalerkantho


তিতের চাওয়া মেসি

২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০লাতিন দুই পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস বহু পুরনো। সেখানে  ব্রাজিলিয়ান কোচ তিতে কিনা আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসিকে দেখতে চাইছেন নিজের দলে! তিতে জানালেন মেসিতে কতটা মোহিত তিনি, ‘মেসি ব্রাজিলে জন্মালেই আমি খুশি হতাম। দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা-বৈরিতা থাকলেও মেসি এমন একজন খেলোয়াড় যাঁর প্রশংসা না করে পারা যায় না।’ এদিকে লেগানেসের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করেও মেসির উদ্যাপন না করার ব্যাখ্যা দিলেন আর্জেন্টাইন কোচ এদগার্দো বাউসা, ‘পিএসজি ম্যাচের পর যে সমালোচনা হয়েছে, মনে হয় এরই জবাব দিয়েছে মেসি।’ গোলডটকমমন্তব্য