kalerkantho


আইপিএলেও অধিনায়ক নন ধোনি

২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০আইপিএলেও অধিনায়ক নন ধোনি

চেন্নাই সুপার কিংসের সেই রাজপাট আর নেই আইপিএলে। এন শ্রীনিবাসন এখন অতীত, মহেন্দ্র সিং ধোনিও গায়ে তুলেছেন পুনে সুপার জায়ান্টসের জার্সি। ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরও মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন ঘরোয়া ক্রিকেটে ও আইপিএলে নেতৃত্বে থাকবেন। তবে মানুষটা ধোনি বলেই সিদ্ধান্তটা তাঁর না ফ্র্যাঞ্চাইজির সেটা বোঝা যাচ্ছে না, তবে খবর হচ্ছে পুনে সুপার জায়ান্টসে আর অধিনায়ক নন ধোনি। তাঁর জায়গায় নেতৃত্বে স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার তিন ধরনের ক্রিকেটেই নিয়মিত অধিনায়ক স্মিথ এখন দলবল নিয়ে ভারতে, সামনেই শুরু টেস্ট সিরিজ। স্মিথ অধিনায়ক হওয়ার মানে হচ্ছে টেস্ট সিরিজের বিরাট বনাম স্মিথ চলবে আইপিএলেও, বেঙ্গারুরু রয়্যাল চ্যালেঞ্জার্স বনাম পুনে সুপার জায়ান্টস হিসেবে।

আইপিএল নিলামের ঠিক আগের দিন ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা জানিয়ে দিলেন, ‘নেতা ও ব্যক্তিত্ব হিসেবে ধোনির প্রতি আমার সর্বোচ্চ সম্মান আছে। সে আমাদের দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য হয়ে থাকবে। দলের স্বার্থের কথা মাথায় রেখে এই সিদ্ধান্তকে সে সমর্থন জানিয়েছে।’ ক্রিকইনফোমন্তব্য