kalerkantho


আজহারের পরামর্শ অস্ট্রেলিয়াকে

১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০আজহারের পরামর্শ অস্ট্রেলিয়াকে

র্যাংকিংয়ের শীর্ষ দুই দল নামছে মাঠে। তাতে স্বভাবতই ২৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের উত্তেজনা একটু বেশিই। চলছে পাল্টাপাল্টি রণকৌশল কাটাছেঁড়া। থেমে নেই কথার লড়াইও। তবে ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন একটা পরামর্শ দিয়েছেন সফরকারীদের। অস্ট্রেলিয়া যেন ভুলেও বিরাট কোহলিকে মাঠে উত্ত্যক্ত করার চেষ্টা না করে। তাতে হিতে বিপরীত ফলই দেখছেন আজহারউদ্দিন।

ফর্মের তুঙ্গে থাকা ভারত অধিনায়ক সম্পর্কে একই অভিমত বাংলাদেশ দলেরও। প্রতিপক্ষ ‘স্লেজিং’ করলেই নাকি নিজের সেরা ক্রিকেটটা খেলেন কোহলি। আনন্দবাজারকে দেওয়া সাক্ষাত্কারে একই কথা বলেছেন আজহারউদ্দিন, ‘অস্ট্রেলিয়া স্লেজ করলে বুমেরাং হবে। বিরাট এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান। ও কিছুতেই দমে যাওয়ার ছেলে নয়। কেউ ইট মারলে ঠিক পাটকেল ছুড়ে দেবে। অস্ট্রেলিয়ানরা কিছু বললে ব্যাট এবং মুখে এর সমুচিত জবাব দেবে বিরাট। ঠিক দুই বছর আগে সেটাই করেছিল ও।’

অবশ্য খেলোয়াড়ি জীবনে বরাবরই শান্ত-সমাহিত আজহারউদ্দিনের নিজের স্লেজিংয়ের ওপর সামান্যতম ভরসা নেই, ‘স্লেজিং করলেই কি খারাপ দল জিতে যাবে, কখনো জিতেছে? এসব অস্ট্রেলিয়াই ক্রিকেটে আমদানি করেছে। স্টিভ ওয়াহর সময় এটা নিয়ে অনেক বাড়াবাড়ি হয়েছে। এটা আমি কখনোই সমর্থন করিনি। নিজে কখনো করিনি। কেউ আমাকে কখনো কথা শোনায়ওনি।’

মাঠের ক্রিকেটেই যাবতীয় আগ্রহ মোহাম্মদ আজহারউদ্দিনের, ‘অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টিভ স্মিথের ফর্ম। ও কেমন খেলে, তার ওপরই নির্ভর করছে সফরকারীদের ভাগ্য। ডেভিড ওয়ার্নারও গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। এ দুজনকে রান পেতে হবে। তবে স্পিনের বিপক্ষে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক ফর্ম কিন্তু ভালো নয়।’ বলার অপেক্ষা রাখে না, সফরকারী ব্যাটসম্যানদের জন্য স্পিনের ফাঁদই পাতবে ভারত। রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজার স্পিনের বিপক্ষে অস্ট্রেলিয়ার সাফল্যের সম্ভাবনা সম্পর্কে ভারতের সাবেক এ অধিনায়কের অনুমান, ‘গত এক বছরে অশ্বিন এখন অনেক ভালো বোলার। আগে অহেতুক পরীক্ষা-নিরীক্ষা করত। এখন অফস্পিনটাই বেশি করছে। এটাই ঠিক রণনীতি। ওই সব ক্যারম বল চার ওভারে এক-দুটি হলে ঠিক আছে। আমি নিশ্চিত অস্ট্রেলিয়ার জন্য অশ্বিন বড় আতঙ্ক হয়ে দেখা দেবে।’ আনন্দবাজারমন্তব্য