kalerkantho


বার্সাকে নিয়ে আশাবাদী রামোস!

১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০প্যারিসের দুঃস্বপ্ন ভুলে বার্সেলোনার খেলোয়াড়রা এখন মন ফেরাচ্ছেন রবিবার লেগানেসের সঙ্গে ম্যাচের দিকে। ৮ মার্চ ফিরতি ম্যাচের আগে যে লিগে অ্যাতলেতিকোর মাঠে খেলতে যাওয়াসহ গুরুত্বপূর্ণ চারটি ম্যাচ আছে। অবশ্য চাইলেও কি ওই স্মৃতি ভোলা যায়। একদিকে নিজেদের হার আর অন্যদিকে নাপোলির সঙ্গে পিছিয়ে পড়েও চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের জয়। সব মিলিয়ে ন্যু ক্যাম্পে বাজছে বিষাদের সুর। এর মাঝেও আশা হারাচ্ছেন না নেইমার, ইনস্টাগ্রামে জানিয়েছেন ‘এটা ছিল একেবারেই অন্য রকম একটি ম্যাচ, এমনটা অনেক দিনে একবার হয়। ১ শতাংশ সুযোগও যদি থাকে, আমাদের ভরসা আছে ৯৯ শতাংশ। বাস্তবতার নিরিখে অসম্ভব, তবে আমরা তো হাল ছাড়তে পারি না। এরকম অবস্থায় প্রস্তুতি নেওয়াও কঠিন, এমন কোনো পরিস্থিতিতে ছিলাম বলে মনে পড়ে না।’

এমন খাদের কিনারা থেকে কেউ যদি ঘুরে দাঁড়াতে পারে, তাহলে সেটা বার্সেলোনাই পারবে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের অধিনায়ক হলেও এমন মূল্যায়ন রামোসের, ‘ওদের হারে খুশি হইনি এটা বলব না। আমি বন্ধুদের কষ্ট পেতে দেখতে চাই না আবার একই সঙ্গে বার্সেলোনাকেও জিততে দেখতে চাই না।’ তবে একই সঙ্গে রামোসের ধারণা, পিএসজির উৎসব মাটি করে দিতে পারে বার্সেলোনাই, ‘পিএসজি যদি ৪-০ গোলে জিততে পারে, তাহলে বার্সেলোনাও পারবে।  তবে আমরা আমাদের নিয়েই ভাবছি। চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা, দুটির ফলই আমাদের হাতেই গড়তে হবে।’

শোনা যাচ্ছে, দ্রুতই বার্সেলোনা ছাড়ছেন কোচ লুই এনরিকে। আগামীতে বার্সেলোনার কোচ হিসেবে নিজের সহকারী হুয়ান কার্লোস উনজুয়ের নাম প্রস্তাব করেছেন তিনি আর সহকারী কোচ হিসেবে শোনা যাচ্ছে রবার্ত মোরেনোর নাম। তবে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে ছিটকে যাওয়া আর লিগ শিরোপা হারানো—এমন একটা মৌসুম যদি কাটে কাতালানদের তাহলে কি সেই কোচের সুপারিশ শুনবে কর্তৃপক্ষ? মার্কা, এফসিবিমন্তব্য