kalerkanthoফ্লপ অব দ্য ডে

১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ফ্লপ অব দ্য ডে

ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতিটা একদম ভালো হচ্ছে না বার্নার্ড টমিকের। ড্যারিয়ান কিংয়ের কাছে অপ্রত্যাশিত হারে মেমফিস ওপেনে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ার এ তারকা। বার্বাডোজের প্রথম খেলোয়াড় হিসেবে এটিপি ট্যুর ম্যাচ জয়ের রেকর্ড গড়া কিংয়ের বিপক্ষে ভুল আর বাজে সার্ভের খেসারত দিতে হয়েছে টমিককে। একতরফা ম্যাচটি তিনি হেরে যান সরাসরি ৪-৬, ৪-৬ গেমে।মন্তব্য