kalerkantho

ভোজেসের অবসর

১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০গত নভেম্বরে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পান অ্যাডাম ভোজেস। মাঠ থেকেই সরাসরি হাসপাতালে যেতে হয়েছিল তাঁকে। অচেতন ছিলেন অনেকটা সময়। ফিলিপ হিউজের দুঃস্মৃতি ফিরে এসেছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটে। ভোজেস শেষ পর্যন্ত লড়াইটা জিতে গিয়েছিলেন এবং এখন তিনি পুরোপুরিই সুস্থ। আজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের হয়ে শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচেও খেলতে নামছেন। কিন্তু ৩৭ বছর বয়সী এ ক্রিকেটার কাল জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরা হচ্ছে না তাঁর, ‘আন্তর্জাতিক কোনো দলের বিপক্ষে এটিই আমার শেষ ম্যাচ, আমি খুব আগ্রহ নিয়েই খেলছি এ ম্যাচটি।’

শেফিল্ড শিল্ডের যে ম্যাচটিতে খেলতে নেমেছিলেন, তাতে ভালো করে দক্ষিণ আফ্রিকা সিরিজে জায়গাটা ধরে রাখার লক্ষ্য ছিল তাঁর। কারণ প্রথম দুটি টেস্টে একেবারেই ভালো করতে পারেননি। শেষ পর্যন্ত তাঁর আর ফেরা হলোই না। ক্রিকইনফোমন্তব্য