kalerkantho


রবির স্পিনার হান্ট

১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০রবির স্পিনার হান্ট

ক্রীড়া প্রতিবেদক : রবির পেসার হান্ট প্রতিযোগিতা থেকেই উঠে এসেছেন এবাদত হোসেন। হাই পারফরম্যান্স স্কোয়াডের অনুশীলনে আকিব জাভেদ ও জাতীয় দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশের নজর কেড়েছেন এই গতিশীল বোলার। পেসারের পর এবার সেরা স্পিনার খোঁজার আয়োজন শুরু করেছে রবি। ধাপে ধাপে বিভিন্ন যাচাই-বাছাই শেষে সেরা স্পিনার খোঁজার লক্ষ্যে এ আয়োজনে পাশে আছে বিসিবিও। কাল সংবাদ সম্মেলনে সে ঘোষণাই এলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশনসের ভাইস প্রেসিডেন্ট খন্দকার আশরাফুল হক, বিসিবির সহসভাপতি ও হাই পারফরম্যান্স কমিটির প্রধান মাহবুব আনাম ও বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।মন্তব্য