kalerkanthoদক্ষিণ আফ্রিকা সফর হচ্ছে না

১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : ওয়ার্ল্ড হকি লিগের প্রস্তুতির জন্য দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা জাতীয় হকি দলের। এ মাসের শুরুর দিকেই হওয়ার কথা সেই সফর। কিন্তু শেষ পর্যন্ত তা হচ্ছে না। কাল হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক জানিয়েছেন, ‘দক্ষিণ আফ্রিকার ভিসা করানো যায়নি। এই অল্প সময়ে এই সফর আর সম্ভব না। এখন আমরা প্রস্তুতি ম্যাচের জন্য বিকল্প কিছু ভাবছি।’ আগামী ৪ মার্চ থেকে ঢাকায় বসছে ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড টু’র আসর। জার্মান কোচ অলিভার কার্টজের আগ্রহেই এই টুর্নামেন্টের জন্য দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতি ম্যাচ খেলার উদ্যোগ নিয়েছিল হকি ফেডারেশন।মন্তব্য