kalerkanthoফ্লপ অব দ্য ডে

১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ফ্লপ অব দ্য ডে

ফরাসি ওপেনের প্রস্তুতিটা ভালো হচ্ছে না মারিন সিলিচের। শীর্ষ বাছাই হিসেবে খেলতে নেমে মঁপেলিয়ের ওপেনে প্রথম ম্যাচ হেরেই যে বিদায় নিয়েছেন ক্রোয়াট এ তারকা। গত বছরও ফ্রান্সের এ আসরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন তিনি। শীর্ষ বাছাই হওয়ায় মঁপেলিয়েরে সরাসরি খেলেছেন তিনি দ্বিতীয় রাউন্ডে। যে লড়াইয়ে জার্মানির অবাছাই খেলোয়াড় ডাস্টিন ব্রাউনের বিপক্ষে সহজে ৪-৬, ৪-৬ গেমে হেরে যান সিলিচ।মন্তব্য