kalerkantho

টপ অব দ্য ডে

৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০টপ অব দ্য ডে

৫৫*, ১০৫, ২৪—সব শেষ খেলা তিনটি ওয়ানডে ইনিংস ফাফ দু প্লেসিসের। ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান গতকাল হারালেন ডাবল সেঞ্চুরির সুযোগ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ১৪১ বলে ১৮৫ রানের দুর্দান্ত ইনিংস। তাঁর ইনিংসে বাউন্ডারি ১৬ আর ছক্কা তিনটি। দক্ষিণ আফ্রিকার হয়ে এটা ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। ১৯৯৬ সালে আমিরাতের বিপক্ষে গ্যারি কারস্টেনের ১৮৮-ই প্রোটিয়াদের সর্বোচ্চ।মন্তব্য