kalerkantho

রেকর্ডস

দেশে অজেয়

৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০দেশের মাটিতে অজেয় থাকার রেকর্ডটা অস্ট্রেলিয়ার বিপক্ষেও অক্ষুণ্ন থাকল নিউজিল্যান্ডের। তৃতীয় ওয়ানডেতে ২৪ রানের জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে কিউইরা। ওয়ানডেতে নিজেদের মাটিতে এটা তাদের টানা অষ্টম সিরিজ জয়। ২০১৪ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হারের পর দেশে আর কোনো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ হারেনি কিউইরা। রূপকথার এ ভ্রমণে তারা ট্রান্সতাসমান প্রতিবেশীদের হারাল এ নিয়ে তৃতীয়বার। দুটি করে সিরিজ জয় আছে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে। অস্ট্রেলিয়াকে হারানোর আগে উপমহাদেশের আরেক দল বাংলাদেশের বিপক্ষেও তারা সিরিজ জেতে ৩-০ ব্যবধানে। ওয়ানডেতে টানা সিরিজ জয়ে এটা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৮১ সালের ৪ ফেব্রুয়ারি থেকে ১৯৯০ সালের ৩ এপ্রিল সময়ে নিজেদের মাটিতে টানা আটটি দ্বিপক্ষীয় সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজও। সবচেয়ে বেশি জয়ের রেকর্ডটা অবশ্য দক্ষিণ আফ্রিকার। ২০০২ সালের ৩ অক্টোবর থেকে ২০০৯ সালের ১০ নভেম্বর, এ সময়ে দেশে রেকর্ড টানা ১৭টি সিরিজ জিতেছিল প্রোটিয়ারা।মন্তব্য