kalerkanthoকল্পলোকে ক্রিকেটের গল্প

৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০কল্পলোকে ক্রিকেটের গল্প

ক্রীড়া প্রতিবেদক : জালাল আহমেদ চৌধুরী প্রস্তুতি নিয়ে এসেছিলেন ভাবগম্ভীর অনুষ্ঠানের। বইয়ের প্রকাশনা বলে কথা! কিন্তু কাল উৎপল শুভ্র-র ‘কল্পলোকে ক্রিকেটের গল্প’ বইয়ের প্রকাশনা উৎসব হয়ে ওঠে যেন আড্ডা। ঠিক ওই বইয়ের কিংবদন্তি সব ক্রিকেট চরিত্রগুলোর আড্ডার মতোই।

আনিসুল হকের সরস সঞ্চালনায় প্রথমা-র এই বইটির প্রকাশনা উৎসবে ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক তিন অধিনায়ক গাজী আশরাফ হোসেন, নাঈমুর রহমান ও হাবিবুল বাশার, ক্রিকেট কোচ ও লেখক জালাল আহমেদ চৌধুরী, ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান, ক্রিকেট ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর নুরুল আনোয়ার ও জাতীয় ক্রিকেট দলের সাবেক ম্যানেজার কর্নেল (অব.) আবদুল লতিফ।মন্তব্য