kalerkantho


আরেক চূড়ায় রোনালদো

৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ফিফার দ্য বেস্ট, ব্যালন ডি’অরসহ জেতা সম্ভব প্রায় সবই গত মৌসুমে ঝুলিতে গেছে ক্রিস্তিয়ানো রোনালদোর। সফল মাঠের বাইরের ক্রীড়া বাণিজ্যেও। তাতে সবাইকে ছাড়িয়ে আরেক চূড়ায় পর্তুগিজ যুবরাজ। ফোর্বসের তালিকায় ক্রীড়াবিদদের মধ্যে গত বছর সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় রোনালদোই। ৮৮ মিলিয়ন ডলার আয়ে প্রথম ফুটবলার হিসেবে গড়লেন এই কীর্তি। ৮১ মিলিয়ন ডলার আয়ে দ্বিতীয় অবস্থানে লিওনেল মেসি। তৃতীয় স্থানে আছেন ৭৭ মিলিয়ন ডলার আয় করা এনবিএ তারকা লেব্রন জেমস। ১৯৯০ সাল থেকে এই র‌্যাকিং চালুর পর দলীয় খেলার মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আয়ের শীর্ষে পৌঁছলেন রোনালদো। এক বিবৃতিতে ফোর্বস জানিয়েছে, ‘২০১৫ সালে শীর্ষ দুটি স্থানে ছিল বক্সিংয়ের মেওয়েদার আর গলফের টাইগার উডস। অবসর নেওয়ার জন্য পিছিয়েছেন মেওয়েদার। আর উডস পিছিয়েছেন চোটের জন্য গলফ কোর্সের বাইরে থাকায়।’ এএফপিমন্তব্য