kalerkantho

টপ অব দ্য ডে

৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০টপ অব দ্য ডে

অস্ট্রেলিয়ান ওপেনে এককে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন লুসি সাফারোভা। মেয়েদের ডাবলসে অবশ্য শিরোপা উৎসবই করেছিলেন চেক প্রজাতন্ত্রের এ খেলোয়াড়। দুর্দান্ত এ ছন্দ ধরে রেখে পৌঁছে গেছেন তাইওয়ান ওপেনের সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে আসরের অবাছাই এ খেলোয়াড় ২-০ সেটে হারিয়েছেন ষষ্ঠ বাছাই জাপানের মিসাকি দোইকে। প্রথম সেট ৬-৪ গেমে জেতার পর দ্বিতীয়টি নিজের করে নেন ৭-৬ গেমে।মন্তব্য