kalerkantho

টপ অব দ্য ডে

১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০টপ অব দ্য ডে

অধিনায়ক হিসেবে শেষ ম্যাচেও আলো ছড়ালেন মহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ড একাদশের বিপক্ষে ভারতীয় এ দলের অপরাজিত তিনি ৬৮ রানে। ৪০ বলে ৮ চার ও ২ ছয়ে তাঁর স্বভাবসুলভ মারকুটে ইনিংসেই ৩০০-এর ওপর স্কোর করে ভারতীয়রা। এই ম্যাচে ওয়ান ডাউনে নেমে সেঞ্চুরি পেয়েছেন অবশ্য আমবাতি রাইদু। ৯৭ বলে ঠিক ১০০ রান করে তিনি মাঠ ছাড়েন।


মন্তব্য