kalerkantho


সংক্ষিপ্ত

আরিফুলের দ্বিতীয় সোনা

২২ অক্টোবর, ২০১৬ ০০:০০আরিফুলের দ্বিতীয় সোনা

ক্রীড়া প্রতিবেদক : দক্ষিণ এশীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সোনা জিতেছেন আরিফুল ইসলাম। কাল অনূর্ধ্ব-১৮ গ্রুপে ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনা জিতেছেন তিনি, সময় নিয়েছেন ৩০.৯৪ সেকেন্ড। এই ইভেন্টে ৩১.৪৫ সেকেন্ডে রুপা জিতেছেন শ্রীলঙ্কার ইয়োগারাথনাম। এর আগে ১:০৮.৮১ সেকেন্ডে ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনা জিতেছিলেন আরিফ।

কলম্বোর এই আসরে গত চার দিনে বাংলাদেশের এই দুটি সোনাই। এসএ গেমসে জোড়া সোনা জেতা মাহফুজা খাতুন এই আসরের ৫০ ব্রেস্ট স্ট্রোকে জিতেছেন রুপা। এসএ গেমসে ৭টি ব্রোঞ্জ জেতা মাহফিজুর এই আসরেও ব্রোঞ্জ জিতেছেন ১০০ মিটার ফ্রি স্টাইলে। অন্যদের মধ্যে মধ্যে অনূর্ধ্ব-১৮ বালিকা বিভাগে রোমানা আক্তার রুপা জিতেছেন ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে।


মন্তব্য