kalerkantho


যুগলবন্দি টাইগার-শারাপোভা

২২ অক্টোবর, ২০১৬ ০০:০০যুগলবন্দি টাইগার-শারাপোভা

একজন গলফের রাজা। আরেকজন টেনিসের রানি। গলফে দ্বিতীয় সর্বোচ্চ ১৪টি মেজর টাইগার উডসের। গ্র্যান্ড স্লাম পাঁচটি হলেও আয়ে একসময় মেয়েদের ক্রীড়াঙ্গনে সবাইকে পেছনে ফেলেছিলেন মারিয়া শারাপোভা। মিল আছে আরেকটি। দুজনই হারিয়ে খুঁজছেন নিজেদের। পিঠের ব্যথায় ১৪ মাস গলফের বাইরে টাইগার উডস। না জেনে নিষিদ্ধ ওষুধ খেয়ে শারাপোভাকে কোর্টের বাইরে কাটাতে হবে আগামী বছরের এপ্রিল পর্যন্ত। এই দুই তারকাকে গত পরশু মিলিয়ে দিয়েছিল টাইগার উডস ফাউন্ডেশন। সংস্থাটির ২০ বছর পূর্তি উদ্‌যাপন হয়েছে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে। সেখানেই যুগলবন্দি টাইগার ও শারাপোভা। তাতে আরো বর্ণিল হয়েছে আলো ঝলমলে রাতটা।

টাইগার উডসের এই ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় সহায়তা করে আসছে টানা ২০ বছর। এমন একটি সংস্থার দুই দশক পূর্তিতে এসে শারাপোভা জানালেন, ‘খুবই মহতী উদ্যোগ নিয়েছেন টাইগার। এমন একটি সংস্থার দুই দশক পূর্তিতে যোগ দিতে পারাটা গর্বের।’ পাঁচ পাঁচবার মেয়েদের টেনিস র‍্যাংকিংয়ের শীর্ষে পৌঁছেছিলেন শারাপোভা। জিতেছেন চার গ্র্যান্ড স্লামের সবগুলো। ২০১২ লন্ডন অলিম্পিকে জিতেছেন রুপাও। তবে নিষিদ্ধ ওষুধ সেবনের জন্য আন্তর্জাতিক টেনিস ফেডারেশন নিষিদ্ধ করেছিল দুই বছর। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিলের পর নিষেধাজ্ঞা কমে আসে ১৫ মাসে। গত সপ্তাহে লাস ভেগাসে একটি প্রদর্শনী ম্যাচ খেলা শারাপোভা এখন নিচ্ছেন এপ্রিলে ফেরার চূড়ান্ত প্রস্তুতি, ‘নিজের সঙ্গেই চ্যালেঞ্জ আমার। ফিটনেস ধরে রাখতে কঠোর পরিশ্রম করছি, এমনকি অনুশীলনে আছে বক্সিংও। টেনিস ছেড়ে থাকাটা সত্যিই কঠিন।’

চোট কাটিয়ে টাইগার উডসের ফেরার কথা ছিল গতমাসে। কিন্তু তিনি ফিরতে চান ডিসেম্বরে। সেই সঙ্গে চান জ্যাক নিকোলাসের ১৮টি মেজরের রেকর্ড ভাঙতেও, ‘নিকোলাস আমার আদর্শ। ১৮টি মেজর জিতে তিনি অনন্য উচ্চতায়। আমার সামর্থ্য আছে সেই রেকর্ড ভাঙার।’ গত ১৪ মাস না খেলায় র‍্যাংকিংয়ে পিছিয়ে ৫০০ নম্বরের বাইরে টাইগার উডস। নারী কেলেঙ্কারিতে ভেঙেছে সংসারও। তবে দুই সন্তানকে এই বিতর্ক থেকে দূরে রাখতে চান তিনি, ‘সন্তানদের বলেছি, তাদের বাবা একটি ভুল করেছে। এ জন্যই মা এক বাড়িতে আর বাবা থাকছে আরেক বাড়িতে। সব মানুষ ভুল করে। এলিন আমার সাবেক স্ত্রী, আমার অন্যতম সেরা বন্ধুও।’ এপি

 


মন্তব্য