kalerkantho

রেকর্ডস

দীর্ঘ বিরতি

২১ অক্টোবর, ২০১৬ ০০:০০বাংলাদেশের বিপক্ষেই ২০০৫ সালে সর্বশেষ টেস্টটা খেলেছিলেন গ্যারেথ ব্যাটি। প্রায় এক যুগের দীর্ঘ বিরতি দিয়ে সেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার জাতীয় দলে ফিরলেন ইংলিশ এই স্পিনার। সময়ের হিসাবে ১১ বছর ১৩৭ দিন পর টেস্ট খেলছেন ব্যাটি। তাঁর সর্বশেষ দুই ম্যাচের মাঝে ১৪২টি টেস্ট খেলে ফেলেছে ইংল্যান্ড। ম্যাচের সংখ্যায় পরবর্তী টেস্টের জন্য এত দিন অপেক্ষা করতে হয়নি আর কোনো খেলোয়াড়কে। আগের রেকর্ডটা ছিল ইংল্যান্ডেরই আরেক খেলোয়াড় মার্টিন বিকনেলের। ১১৪ টেস্ট পরে আবার জাতীয় দলে ফিরেছিলেন সাবেক এই পেসার। ওয়েস্ট ইন্ডিজের ফ্লয়ড রাইফারের অপেক্ষা ছিল ১০৯ ম্যাচের, পাকিস্তানের ইউনিস আহমেদের ১০৪টি এবং ইংল্যান্ডের ডেরেক শ্যাকেলটন পরবর্তী টেস্ট দলে ডাক পেয়েছিলেন ১০৩ ম্যাচ পর। সময়ের হিসাবে দীর্ঘ অপেক্ষাটা আবার দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার জন ট্রাইকোসের। ১৯৭০ সালে পোর্ট এলিজাবেথে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলার ২২ বছর ২২২ দিন পর ১৯৯২ সালে আবার টেস্ট খেলেন তিনি। এবার জিম্বাবুয়ের হয়ে, ভারতের বিপক্ষে হারারের ম্যাচটি ছিল আবার জিম্বাবুয়ের ইতিহাসেরই প্রথম টেস্ট।


মন্তব্য