kalerkantho

১৩ বছর পর

২০ অক্টোবর, ২০১৬ ০০:০০১৩ বছর পর

বয়স ৩৮ বছর ছাড়িয়েছে। এর পরও জুভেন্টাসের মতো দলের গোলপোস্ট আগলে জিয়ানলুইজি বুফন। গত পরশু অলিম্পিক লিঁওর বিপক্ষে নিজের সেরাটা উজাড় করে ১০ জনের জুভেন্টাসকে এনে দিয়েছেন ১-০ গোলের জয়। ম্যাচজুড়ে অসাধারণ কয়েকটি সেভের পাশাপাশি রুখেছেন পেনাল্টিও। ৩৪ মিনিটে লিওনার্দো বোনুচ্চি ডি-বক্সে দিয়াখাবিকে ফাউল করলে পেনাল্টি পায় লিঁও। কিন্তু ফরাসি ফরোয়ার্ড আলকেসাদ লাকাজেতের নেওয়া স্পট কিক রুখে দেন বুফন। চ্যাম্পিয়নস লিগে ১৩ বছর পর পেনাল্টি আটকালেন ইতালিয়ান এই কিংবদন্তি। ২০১৩ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লুই ফিগোর নেওয়া পেনাল্টি রুখেছিলেন ২৫ বছরের বুফন। গোল ডটকম


মন্তব্য