kalerkantho


স্লেজিং ফেরাও

২০ অক্টোবর, ২০১৬ ০০:০০মাঠে বল পড়ার আগেই প্রতিপক্ষকে কথার লড়াইয়ে ঘায়েলের রেওয়াজ ছিল স্টিভ ওয়াহর দলের। আর মাঠে তো ব্যারাকিং চলতই। তাতে মেজাজ হারিয়ে উইকেট বিলিয়ে আসতেন অনেকে। কিন্তু স্টিভেন স্মিথের দলে আক্রমণাত্মক সেই মনোভাবটা দেখতে না পেয়ে হতাশ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। নির্বাচক হিসেবে জাতীয় দলে ফিরতে চাওয়ার আগ্রহ জানানো এই কিংবদন্তি দিলেন স্লেজিং ফিরিয়ে আনার পরামর্শ, ‘দক্ষিণ আফ্রিকার কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে অস্ট্রেলিয়া। একটি সিরিজ খারাপ যেতেই পারে, তাই বলে মাঠে দল কেন আক্রমণাত্মক থাকবে না? স্মিথদের নমনীয় দেখার চেয়ে অস্বস্তির কিছু হতে পারে না। স্লেজিং ক্রিকেটের অংশ। সবাই এটা প্রয়োগ করে। অস্ট্রেলিয়া ইতিবাচক আর আগ্রাসী ক্রিকেট খেলে অভ্যস্ত। অস্ট্রেলিয়াকে আবার স্লেজিংয়ের পথে ফিরতে হবে।’ এপি


মন্তব্য