kalerkantho


জাতীয় দাবা বাছাই

২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : জাতীয় দাবার বাছাই টুর্নামেন্ট জাতীয় ‘বি’ দাবা শুরু হচ্ছে আজ থেকে। ঢাকা মহানগরী, বিভিন্ন বিভাগ, জেলা, বিশ্ববিদ্যালয়, বাহিনী ও সংস্থাগুলো থেকে বাছাইকৃত খেলোয়াড়, ২১০০-এর ওপর রেটিংধারী দাবাড়ু, জাতীয় সাব-জুনিয়র, জুনিয়র, জাতীয় মহিলা চ্যাম্পিয়ন এ আসরে খেলার সুযোগ পাচ্ছেন। ১১ রাউন্ড সুইস লিগ পদ্ধতির আসর থেকে শীর্ষ ৯ খেলোয়াড় সুযোগ পাবেন জাতীয় দাবায়। দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার যেখানে সরাসরি অংশ নেবেন।


মন্তব্য