kalerkantho


কালের কণ্ঠ’র জয়

১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ওয়ালটন-বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি) মিডিয়া ক্রিকেটে গতকালের সবচেয়ে বড় স্কোরটি কালের কণ্ঠ’র। দি ইনডিপেনডেন্টের বিপক্ষে ১১৮ রানের পাহাড়ই গড়েছিল তারা। সেই পাহাড়ে চাপা পড়ে ইনডিপেনডেন্ট হেরেছে ৪৫ রানের বড় ব্যবধানে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৬ ওভারের খেলায় মো. মোমেন ম্যাচ সেরা হন ৬২ রানের ইনিংসে। জবাবে দি ইনডিপেনডেন্ট থামে ৪ উইকেটে ৭৩ রানে। অধিনায়ক রাহেনুর ইসলাম নেন ২ উইকেট। দিনের অন্য খেলাগুলোয় জিতেছে চ্যানেল আই, আরটিভি, ইনকিলাব, বণিক বার্তা ও মাছরাঙা টিভি। বিজ্ঞপ্তি


মন্তব্য