kalerkantho


মেসিকে টপকে নেইমার

১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০এই শুক্রবারে বার্সেলোনায় নতুন চুক্তি সই করছেন নেইমার। তাতে ২০২১ সাল পর্যন্ত তিনি কাতালান ক্লাবটির হয়ে খেলবেন। তবে এ মুহূর্তে সেটিও নয়, আলোচনা বেশি হচ্ছে যে বিষয়টি নিয়ে তা হলো এই চুক্তিতে ক্লাব থেকে লিওনেল মেসির চেয়েও আয় বেড়ে যাচ্ছে ব্রাজিলিয়ান তারকার। বেতনের (১৫ মিলিয়ন) সঙ্গে ম্যাচ ফি ও বোনাস মিলিয়ে বছরে যা ২৫ মিলিয়ন ইউরো। মেসির শুধু বেতনের তুলনায় যা তিন গুণ! তবে আর্জেন্টাইন তারকার বেতনের সঙ্গেও বোনাস ও ‘ইমেজ রাইট’ যোগ হলে তা আবার নেইমারের আয়ের চেয়ে বেশি। নতুন চুক্তির পর মেসির অঙ্কটাও বাড়বে নিশ্চিতভাবে। মার্কা


মন্তব্য