kalerkantho


হেরেও খুশি ক্যারিবীয়রা

১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০হেরেও খুশি ক্যারিবীয়রা

আজহার আলীর ট্রিপল সেঞ্চুরি। দ্রেবেন্দ্র বিশুর ৮ উইকেট। মুঠো ফসকে যাওয়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের নাটকীয় প্রত্যাবর্তন। ড্যারেন ব্রাভোর সেঞ্চুরিতে জয়ের সুবাস পাওয়া। কিন্তু রোমাঞ্চ ছড়িয়ে শেষ পর্যন্ত পাকিস্তানের ৫৬ রানে জিতে যাওয়া। টি-টোয়েন্টির যুগে টেস্ট ম্যাচে বুঁদ হয়ে থাকার সব উপাদানই ছিল দুবাইয়ে। ম্যাচ জিতে তাই যেমন খুশি পাকিস্তানি অধিনায়ক মিসবাহ উল হক, তেমনি হেরেও হতাশায় মুষড়ে পড়ছেন না ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। স্বস্তির নিঃশ্বাস ফেলে মিসবাহ জানালেন, ‘খুবই ভালো একটা ম্যাচ হলো, যা টেস্টের জন্যও দারুণ। এ ধরনের টেস্ট দেখতে চায় সবাই।’ হাতছাড়া হয়ে যাওয়া ম্যাচেও জয়ের সুবাস পাওয়ায় খুশি হোল্ডার, ‘আমরা শেষ পর্যন্ত লড়ে গেছি। বিশুর ৮ উইকেটের পর ব্রাভোর সেঞ্চুরিতে যেভাবে ম্যাচে ফিরেছিলাম, তাতে সন্তুষ্ট আমি।’

৩ উইকেটে ৫৭৯ তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ ৩৫৭ রানে গুটিয়ে যাওয়ার পর কেউ ভাবেনি এমন রুদ্ধশ্বাস সমাপ্তি অপেক্ষা করছে দুবাইয়ে। দেবেন্দ্র বিশু ৮ উইকেট নিয়ে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে দেন মাত্র ১২৩ রানে। এরপর ব্রাভোর সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৬৩ করায় জয়টা অসম্ভব মনে হচ্ছিল না ওয়েস্ট ইন্ডিজের। ৪০৬ মিনিট ক্রিজে থেকে ২৪৯ বলে ১০ বাউন্ডারি ও ১ ছক্কায় ১১৬ করেছিলেন ব্রাভো। এটা তাঁর অষ্টম টেস্ট সেঞ্চুরি, যার ৭টি প্রতিপক্ষের মাঠে! এ জন্য দেশের মাটিতে ব্রাভোর গড় ২৯.৩৫; আর বিদেশে ৫৩.৭৬। ইয়াসির শাহর দুর্দান্ত রিটার্ন ক্যাচে ব্রাভোর লড়াই শেষ হওয়ার পর দাঁড়াতে পারেনি অন্যরা। টেস্ট ইতিহাসে প্রথমবার আবার রান আউট হয়ে যান ১০ নম্বর ব্যাটসম্যান মিগুয়েল কামিন্স ও ১১ নম্বরে নামা শেনন গ্যাব্রিয়েল। টেলএন্ডাররা আর ১২টা ওভার কাটিয়ে দিতে পারলে ম্যাচটা ড্র করতে পারত ওয়েস্ট ইন্ডিজ। তবে হারলেও দলের প্রশংসা করলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস, ‘আমরা কেউ ভাবিনি ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটাকে এ জায়গায় পৌঁছে দেবে। ব্রাভোর ইনিংসটা গোটা দলকে উজ্জীবিত করবে।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনিস প্রশংসায় ভাসিয়েছেন মিসবাহদের। পাশাপাশি ক্যারিবিয়ানদেরও কৃতিত্ব দিলেন তিনি, ‘সব মিলিয়ে টেস্ট ক্রিকেটের অনন্য বিজ্ঞাপন হয়ে থাকবে দুবাইয়ের দিবারাত্রির এ ম্যাচ।’ ক্রিকইনফো


মন্তব্য