kalerkantho


লন্ডনেই শেষ বোল্টের

১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০শেষের ছকটা কেটে ফেলেছেন উসাইন বোল্ট। রিও অলিম্পিকে ডাবলে ট্রিপল গড়া এই স্প্রিন্টার অলিম্পিকের মশাল জ্বলার আগেই জানিয়েছিলেন, এবারেই ইতি। জ্যামাইকান একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে জানিয়েছেন, ক্যারিয়ারের শেষ দৌড়টা দৌড়াবেন লন্ডনে, তার আগে অংশ নেবেন জ্যামাইকার একটি প্রতিযোগিতায়। ‘স্মাইল জ্যামাইকা’ নামের অনুষ্ঠানে বোল্ট জানিয়েছেন, ‘লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর আমি অবশ্যই অবসর নেব, সেটাই হবে আমার শেষ প্রতিযোগিতা।’ ২০১৭-র আগস্টে লন্ডনে হবে এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ। তার আগে জুনে জ্যামাইকায় রেসার গ্র্যাঁ পিতে দৌড়াবেন বোল্ট, ‘জ্যামাইকায়, নিজের দেশের লোকের সামনে আমি শেষবার দৌড়াব রেসার গ্র্যাঁ পিতে।’ বিবিসি


মন্তব্য