kalerkantho

সোমবার । ২০ ফেব্রুয়ারি ২০১৭ । ৮ ফাল্গুন ১৪২৩। ২২ জমাদিউল আউয়াল ১৪৩৮।


সাদা পোশাকের প্রস্তুতি আজ

১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০চট্টগ্রাম থেকে প্রতিনিধি : সেই গত বছরের আগস্টে সর্বশেষ টেস্ট খেলেছে বাংলাদেশ। এর পর থেকেই তা কেবলই মাশরাফি বিন মর্তুজার দল। আন্তর্জাতিক ক্রিকেটে কেবল ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে বলে। তা ইংল্যান্ডের বিপক্ষে পরশুর ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশকে আর মাশরাফির দল বলা যাচ্ছে না। হয়ে গেছে মুশফিকুর রহিমের দল। ২০ অক্টোবর থেকে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস করতে নামবেন তো তিনিই!

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট স্কোয়াডে থাকছেন ওয়ানডের সিংহভাগ সদস্যই। আর দলের যে জায়গাগুলো নড়বড়ে, সেখানে পারফরম্যান্সে দাবি জানানোর সুযোগ থাকছে অন্যদেরও, আজ থেকে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হওয়া প্রস্তুতি ম্যাচে।

সাব্বির রহমানের নেতৃতে থাকছেন এই ম্যাচে। তবে আজ সময়মতো খেলা শুরু হওয়া নিয়ে শঙ্কা, বৃষ্টির কারণে এমএ আজিজের আউটফিল্ড নষ্ট হয়েছে। এই স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থাতো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মত নয়।


মন্তব্য