kalerkantho


সৌভাগ্য বলছে ইংল্যান্ড

১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০চট্টগ্রাম থেকে প্রতিনিধি : দ্বিতীয় ওয়ানডের বিতর্ককে আমলেই নেয়নি বাংলাদেশ। তবে ইংল্যান্ড ক্যাম্পের অবস্থা ভিন্ন। বিতর্কের প্রভাবে জয়ের জন্য বাড়তি তেতে থাকার ঘোষণা ছিল তৃতীয় ম্যাচের আবহে। সেখানে জিতে সিরিজ জয়ের পরও ওই প্রসঙ্গ আবার নিয়ে আসেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার, ‘জিতলে তো সব সময় ভালো লাগে। বিশেষত রবিবার (দ্বিতীয় ওয়ানডে) যা হয়েছে, এরপর ভালো লাগছে আরো বেশি।’

বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা শিশিরভেজা মাঠে পরে বোলিং করার দুর্ভাগ্যের কথা বলেছিলেন। একই সুর ম্যান অব দ্য সিরিজের পুরস্কারজয়ী ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকসের কণ্ঠেও, ‘হ্যাঁ, দুই ইনিংসে উইকেটের দুই রকম চরিত্র ম্যাচে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আদিল ও মঈন অনেক টার্ন পায়। এ কারণে টস জিতে দল আগে বোলিং নেয়। আর জানতাম যে, পরের ইনিংসে শিশিরের কারণে বল ভালোভাবে ব্যাটে আসবে।’

অধিনায়ক বাটলারের অভিমতও একই, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় আমরা এখানে ম্যাচ খেলেছি। তখন দ্বিতীয় ইনিংসের সময় প্রচুর শিশির পড়েছে এবং বল স্কিড করেছে। তাই জানতাম, এখানে পরে ব্যাটিং করা সহজ হবে।’ এ ছাড়া বৃষ্টির ব্যাপারও মাথায় ছিল বলে জানান ইংল্যান্ড অধিনায়ক, ‘বৃষ্টি হলে পরে ব্যাটিং করা দলের জন্য হিসাবের সুবিধা হয়। সৌভাগ্য যে, টসটি জিতেছি।’

 


মন্তব্য